NOTICE BOARD - IJARBAS.COM

নতুন পাসপোর্ট আবেদন কারীদের জন্য যা যা লাগবে

30, Jul, 2019

নতুন পাসপোর্ট আবেদন কারীদের জন্য যা যা লাগবে :
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্মসনদ এর সত্যায়িত দুই কপি ফটোকপি ( ন্যাশনাল আইডি কার্ডের মুল কপিটিও সাথে নিয়ে যাবেন অনেক সময় দেখতে চায় দেখে আবার ফেরত দিয়ে দিবে )
  • সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত করে নিতে হবে) তবে মনে রাখবেন ছবি ফর্মে লাগানোর পরে ছবির উপর দিয়ে সত্যায়িত করতে হবে । সিল অর্ধেক ফর্মে অর্ধেক ছবি তে এভাবে সত্যায়িত করতে হবে । (ডেমো ফর্ম পোস্টের নীচে দিয়ে দিয়েছি দেখলেই বুঝবেন কিভাবে করতে হবে)
  • পাসপোর্টের পুরণ করা ফরম দুই কপি
  • ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ
  • নাগরিকত্বের সার্টিফিকেট (এটা লাগতে পারে নাও লাগতে পারে সেজন্য জোগাড় করে সাথে নিয়ে যাওয়া ভালো লাগলে দিবেন না লাগলে দিবেন না )