+880 1737963893        info.ashraftech@gmail.com

প্রেস বিজ্ঞপ্তি

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট এর পক্ষ থেকে প্রচলিত বিধি অনুযায়ী ২০১৭ খ্রিঃ পিইসি / জেএসসি, ২০১৮খ্রিঃ / এস. এস. সি./ এইচ. এস. সি.-তে সরকারি বৃত্তি প্রাপ্ত / জিপিএ-৫.০০ প্রাপ্ত এমন শিক্ষার্থীদেরকে মেধাক্রমানুযায়ী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হবে । এছাড়া ৮ম শ্রেণি হতে এইচ. এস. সি. পর্যন্ত অধ্যয়নরত গরীব মেধাবী শিক্ষার্থীদেরকেও শিক্ষা উপকরণ প্রদান করা হবে। সিলেটে বসবাসরত বরিশাল বিভাগের বাসিন্দারা (সমিতির নিয়মানুযায়ী) এবং বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট এর সকল ক্যাটাগরি’র সদস্যবৃন্দের ছেলে-মেয়ে/পোষ্যগণ নির্ধারিত ফরমে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৫ জানুয়ারি, ২০১৯খ্রিঃ মধ্যে ফরম সংগ্রহ করে ঐ তারিখের মধ্যেই জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

ফরম প্রাপ্তির স্থান :
১। কারু ঘর, ১/৯ মিতালী ম্যাণশন, জিন্দাবাজার, সিলেট।
২। সুরভী জুয়েলার্স,(তৃতীয় তলা) সিলেট প্লাজা, জিন্দাবাজার, সিলেট।
৩। ফ্যাসন অপটিক্স, ২০ ষ্টেডিয়াম মার্র্কেট, সিলেট।

প্রয়োজনে-
মোঃ সিদ্দিকুর রহমান
সাধারণ সম্পাদক ও
আহ্বায়ক, শিক্ষা উপবৃত্তি কমিটি
মোবাঃ ০১৭১৪-৯৫৭৭১৭

নোটিশ
search here
this is callernder
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31