বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১লা জুন শুক্রবার সিলেট নগরীর মিরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সিলেটের সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশাল হচ্ছে বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা। জ্ঞানে-গুণে শিক্ষা-দীক্ষায়, সাহিত্য, সংস্কৃতিক কোন ক্ষেত্রেই বরিশাল পিছিয়ে নেই। দেশ ও জাতির কল্যাণে সিলেটে অবস্থানরত বরিশালের সকল পেশাজীবী মানুষের নিজেদের সম্মান এবং ঐতিহ্য বজায় রেখে কাজ করে যাচ্ছেন।
ইফতার কমিটির আহ্বায়ক এম. এম. সোলায়মান হাসান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন তানহা জুবায়ের নাবিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রবীণ উপদেষ্টা ব্রজেন্দ্র সমদ্দার, উপদেষ্টা হাজী মোঃ মনসুর আলী মিয়া, উপদেষ্টা ফজলুল হক, সহ সভাপতি সুভাষ চন্দ্র দাম, ডা. মুন্তাসির আলম রাহিমী, সহ সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান জাকির, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন মুন্না, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ আহমেদ, সহ প্রচার সম্পাদক মিলন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ মুন্না, কার্যকরি সদস্য মোঃ জাফর হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম জাকির প্রমুখ। ইফতার মাহফিলে সকলকে ফ্রি জুস পান করান সমিতির আজীবন সদস্য মোঃ ওয়াহাব। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান খান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |
৫৪বি, স্টেডিয়াম মার্কেট, সিলেট-৩১০০
+৮৮০-১৭৩৭৯৬৩৮৯৩
+৮৮০-১৭৩৭৯৬৩৮৯৩
info.ashraftech@gmail.com
info@ashraftech.com
© বরিশাল-বিভাগীয় কল্যান-সমিতি-সিলেট।
Website Design and Developed by ICTSYLHET.COM +8801737963893