সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া গহরপুর এর ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রদের নবীন অনুষ্ঠিত হয়ে গেল গত ৮ অক্টোবর শনিবার। আন নূর ছাত্র কাফেলার আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর জামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু।
অতিথি ছিলেন, হযরতুল আল্লাম গহরপুরী রহ.-এর খলিফা হযরত মাওলানা সাদউদ্দীন ভাদেশ্বরী, দৈনিক সমকালের সহ সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বার্তা২৪ ডটনেটের সহ সম্পাদক জহির উদ্দিন বাবর, প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট মাওলানা আরিফ রব্বানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নাজম, মুফতী আব্দুল্লাহ, হাফেজ আতিকুর রহমান, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে গহরপুর জামিয়ায় আগত নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।